সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:40 PM, April 22, 2022
Sharing is caring!
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর তেররতন এলাকায় বাড়াটিয়া সুজন নিজের স্ত্রী রেখে অন্যের স্ত্রী ও বাচ্চাকে নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিজের মেয়ে ও নাতনিকে ফিরে পেতে স্বপনা বেগম নামের এক মহিলা শাহপরান রহঃ থানায় সাধারণ ডাইরি দায়ের করেছেন।
স্বপনা বেগম বলেন,গত ২৯/০৩/২০২২ ইং তারিখেসন্ধ্যায় আমার মেয়ে বন্যা আক্তার (২০) বাসা হইতে তেররতন বাজারে কেনাকাটা করতে বের হয়। তারপর বাসায় ফিরতে দেরি হলে কোথায় খোজে না পাইয়া আমার মেয়ের মােবাইল নাম্বারে ফোন দিলে বর্তমানে নাম্বারটি বদ্ধ আছে। আমার সকল স্বজনের বাসাসহ সম্ভব। সকল স্থানে খোঁজাখুঁজি করিয়াও আমার মেয়ে বন্যা আক্তার (২০) কে পাওয়া যায় নাই।
এদিকে স্থানীয় কোলনির কয়েকজন ধারণা করছেন, তেররতন এলাকায় বাড়াটিয়া সুজন আহমদ বন্যাকে অপহরণ করে নিয়ে গেছে কারণ বন্যা মেয়েটি বিবাহিত ও একটি বাচ্চা আছে জেনেও মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়।
মাজে মধ্য একটি মোবাইল নাম্বার ০১৭৬১২৮৪০৭১ থেকে কল করে যোগাযোগ করে বলে সে খুব বিপদে আছে।তারপর আর এই নাম্বার খোলা পাওয়া যায়নি। এদিকে স্ত্রী সন্তানের জন্য পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন সুমন আহমদ।
………………………..
Design and developed by best-bd