সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : দক্ষিণ সুরমায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় পার্টি নেতা আশু মিয়া। বুধবার (২০ এপ্রিল) দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের রুস্তমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের কাছে এই ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আতিকুর রহমান আতিকের ত্রাণ সামগ্রী নিয়ে জাতীয় পার্টি নেতা আশু মিয়া সিএনজি চালিত অটোরিকশাযোগে গ্রামে আসার পথে রুস্তমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের কাছে তার গাড়ির গতিরোধ করে চিহ্নিত সন্ত্রাসী আবুল মিয়ার পুত্র রাজু (২২) সহ আরও দু থেকে ৩ যুবক। এসময় কোন কিছু বুঝে উঠার আগেই রাজু ধারালো ছুরি দিয়ে আশু মিয়ার বুকে ও উরুতে দু’তিনটি ঘা মেরে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা আশু মিয়াকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিষয়টির সত্যতা নিষ্চিত করে সিলাম ইউনিয়ন পরিষদের ২ ওয়ার্ড সদস্য মোজাম্মিল আলী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এলাকার চিহ্নিত আবুল মিয়ার পুত্র রাজুসহ আরও দু থেকে ৩ যুবক এ হামলা চালিয়েছে। মারাত্বক আহত অবস্থায় আশু মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd