সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২
নিজস্ব সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাটে এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সাকেরপেকেরখাল গ্রামের খাল থেকে রুস্তুমপুর ইউনিয়নের সাকের পেকেরখাল গ্রামে ভিতরগুল গ্রামের ওয়াহিদ আলীর ছেলে মোক্তার হোসেন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করে থানাপুলিশ। এর আগে দুপুর দেড়টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। লাশের গলায় কাটা দাগ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর দেড়টার দিকে সাকেরপেকেরখাল গ্রামের পার্শ্ববর্তী হাওর থেকে ওই তরুণের লাশ ভেসে ভেসে গ্রামের খালের দিকে আসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশের গলায় কাটা দাগ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd