সিলেটে বিএনপির মিছিল, জিন্দাবাজারে গাড়ী ভাংচুর: বিএনপির ২৪ নেকার্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২২

সিলেটে বিএনপির মিছিল, জিন্দাবাজারে গাড়ী ভাংচুর: বিএনপির ২৪ নেকার্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

স্টাফ রিপোর্টার : গতকাল সিলেট নগরীতে বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। বিকেল ৪টার দিকে মিছিলটি জিন্দাবাজার বাংলাদেশ ওভারসীজ সেন্টারের সামনে এসে রাস্তা অবরোধ করে রাখে। এসময় উশৃঙ্খল বিএনপি নেতাকর্মীরা ককটেল বিস্ফোরন ঘটালে এলাকায় আতংক নেমে আসে। তখন রাস্তায় চলাচলরত একটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে বিএনপি নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়। পুলিশ ভাংচুরকৃত সিএনজি উদ্ধার করে তাৎক্ষণিক আশপাশ অভিযান চালায়। নিরাপত্তা জোরদার করা হয়। এ ঘটনায় গতকাল রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় ২৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন ১। মকসুদ আহমদ (জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক) (৩৫), পিতা সারু মিয়া (সাবেক চেয়ারম্যান), সাকিন-মোল্লারগাঁও, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। মোঃ নোমান আহমদ (মহানগর ছাত্রদল সদস্য) (৩৪), পিতা- বশির উদ্দিন আহমদ, সাকিন- চান্দপুর, থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট, বর্তমানে-১৫ বসুন্ধরা রায়নগর রাজবাড়ী, সিলেট, ৩। পাখি সোহেল (৩৫), পিতা আলা উদ্দিন, সাকিন-বাগবাড়ী আ/এ, বাসা নং-১৮৮, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ৪। মোঃ রুবেল আহমদ (২৭), পিতা চান্দ মিয়া, সাকিন-দক্ষিন কাজলশাহ, বাসা নং-১৬৬/৭, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ৫। ফখরুল ইসলাম (৩০), পিতা আং কাদির, সাকিন-নিজতফা, হেতিমগঞ্জ (পাঠানবাড়ী), থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ৬। শোয়াইব কাদের (২০), পিতা- মোঃ আব্দুল কাদের সেলিম, সাকিন-পশ্চিমগাঁও, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট, ৭। মোঃ জাহেদ আহমদ (৩০), পিতা হাজী সফিক উদ্দিন আহমদ, সাকিন-গোয়ালবাড়ী, থানা-জুড়ী, জেলা-মৌলভীবাজার, বর্তমানে-হাউজিং এষ্টেট, ব্লক-বি, বাসা নং-০১, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৮। রাশেদ আহমদ (৩০), পিতা কিবরিয়া, সাকিন-বাসা নং-৩২, রোড নং-৩৭, ব্লক-সি, উপশহর, থানা-শাহপরান (রহঃ), জেলা-সিলেট, ৯। সামিউল আজম (২৪), পিতা- শাহাব উদ্দিন, সাকিন-দক্ষিণভাগ কোনাচর, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট, ১০। রাসেল (৩৫), পিতা আব্দুর রাজ্জাক, সাকিন-কাজী ইলিয়াস, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ১১। সুজন আহমদ (৩০), পিতা সমুজ মিয়া, সাকিন-লামাপাড়া, তেতলী, থানা-দক্ষিন সুরমা, জেলা-সিলেট, ১২। আলী আহমদ (২৯), পিতা তৈয়ব আলী, সাকিন-লামাপাড়া, তেতলী, থানা-দক্ষিন সুরমা, জেলা-সিলেট, ১৩। জিতু মিয়া (২৫), পিতা লিলু মিয়া, সাকিন-সাদিপুর, পোঃ সোনাতলা, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ১৪। শাহেদ (২৬), পিতা আব্দুস সালাম, সাকিন-৮/১, ১নং গলি, বাদাম বাগিচা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ১৫। রেজাউল করিম নাচন (৩৭), পিতা মৃত কমরুন রেজা চৌধুরী, সাকিন-সৌরভ, ২-সি, দর্জিবন্দ, রায়নগর, জেলা-সিলেট, ১৬। মাহবুব উল হক চৌধুরী (৪০), পিতা মৃত তাহিরুল হক চৌধুরী, সাকিন-শাহবাগ হাউস, বাসা নং-প্রত্যাশা-২৩, মোহাম্মদপুর আ/এ, মেজরটিলা, থানা-শাহপরান (রহঃ), জেলা-সিলেট, ১৭। আলতাফ মিয়া (৪৪), পিতা আকরম আলী, সাকিন-বাউনপুর, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, ১৮। দিপু (২৮), পিতা মৃত আলী নেওয়াজ, সাকিন-বারুতখানা, উত্তরণ-৬৩, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ১৯। লাভলু (২৯), পিতা মৃত সাধু মিয়া, ২০। শামসুজ্জামান বাদল (৩২), পিতা মৃত ঐ, ২১। বাবলু (৩৮), পিতা মৃত ঐ, সর্ব সাকিন-বারুতখানা, ২২। খালেদ (৩২), পিতা মৃত পাখি মিয়া, সাকিন-হাওয়াপাড়া, দিশারী-৭৩, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ২৩। জুবের (২৪), পিতা আলা উদ্দিন (আলা মিয়া), সাকিন-খাদিমপাড়া মেইন রোড, রহমান ড্রাইভারের বাড়ী, থানা-শাহপরান (রহঃ), জেলা-সিলেট, ২৪। মোঃ মখন মিয়া (৪২), পিতা মৃত হাফিজ ময়না মিয়া, সাকিন-শ্রীরামপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহাম্মদ মামলার সত্যতা নিশ্চিত করে জানান, উশঙ্খল বিএনপি নেতাকর্মীরা গাড়ী ভাংচুর করে কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে। এখনও কাউকে আটক করা যায়নি। তবে পুলিশ আসামীদের ধরতে অভিযানে রয়েছে। নিরাপত্তা জোরদারে জিন্দাবাজার এলাকায় বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2022
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..