সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২২
স্টাফ রিপোর্টার :: রাজনৈতিক সহিংসতাসহ চুরি-ছিনতাই’র মতো বিভিন্ন অপরাধ প্রবনতা ঠেকাতে গোয়াইনঘাট উপজেলা সদরের বিভিন্ন মোড়কে আনা হচ্ছে নাইট ভিশন ক্যামেরার আওতায়। প্রথম পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিংবা অপরাধ প্রবণতা দূরীকরণে উপজেলার বিভিন্ন স্পটে নাইট ভিশন ক্যামেরা স্থাপন করা হচ্ছে। মঙ্গলবার (২৯মার্চ) গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্থানে ৮টি নাইট ভিশন ক্যামেরা লাগানোর উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম।
নাইট ভিশন ক্যামেরা লাগানো প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান’র স্বার্বিক সহযোগিতায় এবং থানা পুলিশের উদ্যোগে পর্যটন নগরীখ্যাত গোয়াইনঘাট উপজেলা সদরের জনগুরুত্বপূর্ণ মোড় এবং প্রধান প্রধান সড়কে নাইট ভিশন ক্যামেরা খুবই প্রয়োজন। কারণ, কোনো দূর্ঘটনা ঘটে যাবার পর ক্যামেরায় ধারণকৃত দৃশ্য আমাদের তদন্তে সবচেয়ে বেশি সহযোগিতা করে। সিসি ক্যামেরা লাগানোর কারণে অপরাধপ্রবণতা সিংহভাগ কমে আশার পাশাপাশি অপরাধের লাগাম টেনে ধরা আমাদের জন্য খুই সহজ হবে। এ চিন্তা মাথায় রেখে খুব শীগ্রই উপজেলাধীন সালুটিকর তদন্ত কেন্দ্রেরের পাশাপাশি জাফলং, বিছানাকান্দীসহ হাইওয়ে সড়কের বিভিন্ন পয়েন্টে নাইট ভিশন ক্যামেরা স্থাপন করা হবে। উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা লাগানো হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, প্রতিটি সিসি ক্যামেরায় হাই রেজ্যুলেশন থাকায় ২৪ঘন্টার যে কোন সময়ে ঘটে যাওয়া ঘটনার সমাধানকল্পে অপরাধীর অপরাধ শনাক্তে কোন ঝামেলা পোহাতে হবেনা থানা পুলিশকে।
উল্লেখ্য কেএম নজরুল ইসলাম গত ২৪মার্চ পার্শবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ থানা থেকে বদলি হয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পাঁচ দিনের মাতায় ডিজিটালাইজেশনের ছোঁয়া দিয়ে পর্যটন এলাকা গোয়াইনঘাটের দৃশ্যপটের আমূল-পরিবর্তনের সূচনা লগ্নেই উপজেলাবাসীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠছেন। উপজেলার সচেতন মহলের আশা আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি সকল প্রকার অপরাধ দূরীকরণে কেএম নজরুল ইসলাম’র নিরলস প্রচেষ্টা দৃশ্যমান হয়ে থাকবে গোয়াইনঘাটবাসীর কাছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd