সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য র্যালি বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে। র্যালির আগে জেলা প্রশাসন প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পনের মাধ্যমে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিনের অন্যান্য আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের পুষ্পার্ঘ্য অর্পণের পর এখানে একে একে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ, জেলা মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে বিশাল র্যালি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন।
এসময় উপস্হিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন।, ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন, এসএমপি কমিশনার নিশারুল আরিফ, সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দীন খাঁন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd