সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:38 PM, March 8, 2022
Sharing is caring!
৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।
মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কেক কেটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (সিলেট শাখা)’এর উপদে জসীম উদ্দিন সরকার, মোঃ গোলাম রাব্বানী, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাছরিন, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারন সম্পাদক মো. সুলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাস, কোষাধ্যক্ষ নিলুফা ইয়াসমিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সমীর চন্দ্র দাস, নার্সিং কর্মকর্তা রেখা রানী বসু, গোলাম মোস্তফা, তাইবুনা আক্তার, সুমন চন্দ্র দাস, মো. আমিনুল ইসলাম, আব্দুল খালিক, মো. কিবরিয়া খোকন, সিক্তা রানী দে, মোসা. কনক লতা, আছমা আক্তার খানম, এম এন এ চৌধুরী, এনায়েত আল আমিন, আওলাদ হোসেন মাছুম, তৈয়বুর রহমান, হালিম, রাহুল, শাহাদাত।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের বিএনএ’র সভাপতি মাসুদ আহমদ খান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, হাবিবুল বাশার সুমন প্রমুখ।
অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারি এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি-বেসরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক নারী দিবস’।
আজ এই নারী দিবস উপলক্ষে নারীদের স্বাস্থ্য খাতে বিশেষ ভূমিকা পালন করায় সকল নারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি শামিমা নাছরীন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। কেক কাটার মধ্যে দিয়ে সূচিত অনুষ্ঠানে সকলে নারীদের অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন বিএনএ’র নেতৃবৃন্দ।
এ সময় সারা বাংলাদেশের সকল শ্রেণিপেশার নারীসহ বিপদগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনএর প্রতি বিশেষ আহব্বান জানান ইসরায়েল আলী সাদেক।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লিউইএফ) গত বছর ৩০ মার্চ প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুসারে নারী-পুরুষের সমতার দিক থেকে বিশ্বে ১৫৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬৫তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম অবস্থানে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে সপ্তম। বাংলাদেশের নারীরা আজ সচিব, বিচারক, সশস্ত্র বাহিনীসহ সব গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে বিশ্বে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি
………………………..
Design and developed by best-bd