সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামলার স্বাক্ষীকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণকারীরা। স্থানীয় লোকজন এবং পুলিশের সাঁড়াশি অভিযানে গাড়ী ও একটি শর্টগানসহ ৪ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ ব্যাপারে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের আব্দুল মালেকের স্ত্রী সেলিনা আক্তার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের মৃত ওয়াকিব আলীর ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্বাস উদ্দিন (৫২)’র জনৈক ব্যক্তির সাথে জমি সংক্রান্ত একটি মামলার প্রধান স্বাক্ষী ছিলেন একই গ্রামের দিনমজুর আব্দুল মালেক (৬২)। শুক্রবার সকাল ১১টায় ঠাকুরের মাটি গ্রামের চেরাগ আলীর বাড়ীতে দিনমজুরের কাজ করছিলেন আব্দুল মালেক। এ সময় গ্রেফতারকৃত আব্বাস উদ্দিন’র নেতৃত্বে সংঘবদ্ধ দল গাড়ী নিয়ে প্রথমে আব্দুল মালে কে গাড়ীতে উঠার জন্য চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে আব্দুল মালেকের মাথায় অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক গাড়ীতে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি জেনে আব্দুল মালেকের স্ত্রী সেলিনা আক্তার তাৎক্ষণিক জৈন্তাপুর মডেল থানা পুলিশকে অবহিত করেন। অপহরণকারীদের গাড়ীর রং ও নাম্বারসহ বিভিন্ন তথ্য দিয়ে এলাকাবাসীর সহায়তায় জৈন্তাপুর থানা পুলিশ কিছুক্ষণের মধ্যেই সিলেট তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকা থেকে গাড়ীসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, উপজেলার পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের মৃত ওয়াকিব আলীর ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্বাস উদ্দিন (৫২), ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস (১৯), লক্ষীপুর জেলার শ্যামগঞ্জ এলাকার মৃত আবুল কালামের ছেলে আব্দুল মান্নান (৩০), কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার দেওয়ানদিঘির পাড় গ্রামের এনামুল হকের ছেলে জাকির হোসেন (২২)। এসময় তাদের কাছ থেকে একটি শর্টগান (তুর্কি) ও ১০ রাউন্ড গুলি ও তাদের ব্যবহৃত সিলবার রংয়ের ওরনেট (হাইয়েছ) গাড়ী উদ্ধার করা হয়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর বলেন, আমরা ঘটনার সাথে সাথে পুলিশ সোর্স মাঠে নেমে পড়ে। ঘটনার এক ঘন্টার মধ্যে আমাদের পুলিশ সদস্যরা অস্ত্রসহ আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd