সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: ‘সিলেট সিটি কর্পোরেশন’ লেখা স্টিকারযুক্ত মোটর বাইকে সয়লাব সিলেট। নগরের অলিগলি দাপিয়ে বেড়াচ্ছে শত শত মোটরসাইকেল। যারা এই ‘সিলেট সিটি কর্পোরেশন’ স্টিকার লাগিয়ে করছে নানা অপকর্ম। কিছুদিন পূর্বে ‘প্রেস’ লেখা মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও কমিউনিটি সার্ভিস থেকে এমন তথ্য জানানো হয়েছিল। এতে পুলিশ জানায়- যারা ‘প্রেস’ লেখা স্টিকার লাগিয়ে সিলেট দাপিয়ে বেড়াচ্ছে তাদের বেশীরভাগ মোটর সাইকেলেরই সঠিক কাগজপত্র নেই। পুলিশের হাত থেকে রক্ষা পেতে অনেকেই এমন পদ্ধতি অবলম্বন করেছেন।
এছাড়া বিভিন্ন অপরাধের সাথেও উঠে আসে এধরণের স্টিকার লাগানো মোটরসাইকেল। তাই এবার এসব মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামে সিলেট মেট্রোপলিটন পুলিশ। গত বছরের ১০ আগস্ট থেকে ‘প্রেস’ লেখা মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ এই অভিযান শুরু হলে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাওয়া হয়। মেট্রোপলিটন পুলিশের উদ্যোগটি ভালো ছিল। উদ্যোগ অবশ্য এ দেশে প্রায়ই নেওয়া হয়। ফলে নগরে ‘প্রেস’ স্টিকার লাগানো মোটর বাইক অনেকটা হ্রাস পেয়ে গেছে। ভালো ভালো উদ্যোগ নেওয়া হয়, কিন্তু কিছুদিন যেতে না যেতেই যথাযথ পরিচর্যার অভাবে সেগুলো মুখ থুবড়ে পড়ে।কিন্তু ইদানীং দেখা গেছে ‘সিলেট সিটি কপোরেশন’ শীর্ষক স্টিকার লাগানো শত শত মোটর বাইক দাপিয়ে বেড়ালেও এগুলোর বিরুদ্ধে পুলিশের কোন অভিযান কিংবা অ্যাকশন নেই।
আর এ সুযোগে অনেকে কাগজপত্র বিহীন মোটর বাইক চালিয়ে সরকারের রাজস্ব ফাকি দিচ্ছে। পাশাপাশি নানা অপরাধে জড়িয়ে পড়ছে। সচেতন মহলেল দাবি কর ফাকিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে সাংবাদিক বা প্রেস স্টিকারের বিরুদ্ধে অভিযান হলে সিলেট সিটি কর্পোরেশন. জাকত্তার, আইনজীবি, জরুরী ঔষধ এ সব স্টিকারের বিরুদ্ধে অভিযান হবে না কেন? অপরাধ তো এসব স্টিাকার লাগিয়ে পুলিশের চোখ ফাকি দিয়ে করতে পারে। পুলিশের এহেন গাফিলতি ও একচোখা আইন প্রয়োগের ফলে সিলেট সিটি কর্পোরেশনার ও অন্যান্য স্টিকার লাগিয়ে অপরাধীরা নানা অপরাধ অপকর্ম চালিয়ে বেড়াচ্ছে।
এ বিষয়ে বক্তব্য নিতে সম্পতি সিলেট মেট্রোপডিলটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আশরাফুল্লাহ জানিয়েছিলেন কোন প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার শোভনীয় নয়। পুলিশরের কাজ কাগজপত্র দেখা। কাগজপত্র সঠিক না থাকলে স্টিকার থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। এখানে স্টিাকার দেখিয়ে পারপাওয়ার কোন সুযোগ নেই। আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে স্টিকার লাগানো মোটরবাইকগুলোর বিরুদ্ধে আবারো বিশেষ অভিযান চলানো হবে বলে জনান তিনি। কিন্তু ১১ পেরিয়ে গেলেও কোন অভিযান হয়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd