সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে যাওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হলেও সেখানে যাননি মাওলানা ডা. মুফতি এনায়েত উল্লাহ আব্বাসী। আর প্রধান বক্তা মাহফিলে না যাওয়ায় পণ্ড হয়ে যায় আয়োজন।
বুধবার ২৯( ডিসেম্বর) দ্বীনেরটুক মাদ্রাসার মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়। মাওলানা মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী এতে প্রধান বক্তা হিসেবে হেলিকপ্টার যোগে উপস্থিত হবেন এই আশ্বাস দিয়ে আয়োজক কমিটির সাথে হেলিকপ্টার খরচ বাবাদ চুক্তিবদ্ধ হন। কিন্তু মাহফিলে উপস্থিত হননি ড. এনায়েত উল্লাহ আব্বাসী। আর প্রধান বক্তা না আসায় উপস্থিত ক্রুদ্ধ লোকজনের মুখে মাহফিল নিয়ে নানান সমালোচনা সৃষ্টি হয়।
আয়োজক কমিটির সদস্য আবুল কালাম অনিক ও সানোয়ার হোসেন জানান, ড. এনায়েত উল্লাহ আব্বাসী হুজুরকে মাহফিলে প্রধান বক্তা করতে চলিত বছরের ২৬শে মার্চ থেকে উনার সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়। হুজুর আসবে বলে কয়েক দফায় হুজুরের সাথে সাক্ষাৎ করি। হুজুরের কথা অনুযায়ী আমরা মাহফিলের দিন ও তারিখ নির্ধারন করি। হেলিকপ্টার ভাড়া খরচ ও আমরা অগ্রীম দিয়েছি। এ ধরনের বিষয়ে এরকম হতে পারে, তা আমাদের ধারণার মধ্যে ছিল না। হুজুর বলছেন হেলিকপ্টারের সমস্যা থাকায় তিনি আসতে পারেনি। হুজুর না আসার কারণে আমাদের মাহফিল পণ্ড হয়েছে। স্থানীয়ভাবে আমরা তোপের মুখে পড়েছি।
এসব বিষয়ে ড. এনায়েত উল্লাহ আব্বাসীর ব্যবহৃত মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তার সহযোগী জানান, মাহফিলে আসার প্রস্তুতি আমাদের ছিলো। হেলিকপ্টার বাড়া বাবদ খরচ ও আমরা নিয়েছি। মাহফিলে আসতে যে হেলিকপ্টারের সাথে চুক্তিবদ্ধ হয়েছি সেই হেলিকপ্টারের সমস্যা থাকায় আমরা আসতে পারিনি। তবে, হেলিকপ্টারের খরচ বাবদ টাকা ফিরিয়ে দেবেন বলে তিনি জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd