বিমান’র অসহনীয় ভাড়া লাভবান হচ্ছে বিদেশি এয়ারলাইন্স : সিলেটে আটকা পড়েছে শিক্ষার্থীরা

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২১

বিমান’র অসহনীয় ভাড়া লাভবান হচ্ছে বিদেশি এয়ারলাইন্স : সিলেটে আটকা পড়েছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :: সিলেট-লন্ডন রুটে সরাসরি বিমানের ভাড়া অসহনীয়। তাই সিলেটের বিমান যাত্রীরা অন্য এয়ারলাইন্সকে বেছে নিচ্ছেন।আর্থিকভাবে লাভবান হচ্ছে বিদেশী এয়ারলাইনসগুলো। ক্ষতির সম্মুখীন বাংলাদেশ বিমান। ইদানীং সিলেট-লন্ডন যাত্রী বৃদ্ধি পেয়েছে। উচ্চশিক্ষার্থে সিলেটের ছাত্রছাত্রীরা ইংল্যান্ড যাচ্ছেন। আর এ সুযোগে সিলেট-লন্ডন রুটে সরাসরি বিমানভাড়া দ্বিগুন ও তিনগুন বৃদ্ধি করা হয়েছে। অন্যান্য এয়ালাইন্স যেখানে ৫৫ থেকে ৭০ হাজার টাকায় ওয়ানওয়ে টিকেট পাওয়া যায় সেখানে সিলেট থেকে সরাসরি লন্ডন যাবার কারণে বিমান এক থেকে দেড় লক্ষ টাকা নিচ্ছে ওয়ানওয়ে টিকেটে। সিলেট থেকে বর্তমানে অনেক শিক্ষার্থী যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা গ্রহনে যাচ্ছে। বিমানের ভাড়া অন্য এয়ারলাইন্সের তুলনায় দুইগুন তিনগুন ও বেশি হবার কারনে তারা বাধ্য হয়ে অন্য দেশের এয়ারলাইন্সে যাচ্ছে। শুধু সিলেট লন্ডন নয়, সিলেট-দুবাই রুটেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া দ্বিগুন করা হয়েছে। কিছুদিন আগে যেখানে সিলেট-দুবাই রুটে বিমানভাড়া ছিল ৫০ থেকে ৬০ হাজার টাকা। এখন নেওয়া হচ্ছে ৯০ হাজার থেকে একলাখ টাকা করে। অসাধু কিছু ট্রাভেলসৈ এজেন্সি আগে থেকে টিকেট বুকিং করে রেখে যাত্রীদেও কাছ থেকে গলাকাটা ভাড়া আদায় করছে বলেও অভিযোগ উঠেছে।
গত ১২ ডিসেম্বর সিলেট ইউকে ভিসা সেন্টার থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে বের হওয়া বেশ কয়েকজন শিক্ষার্থী সাংবাদকদের জানান, টিউশান ফি এবং অন্যান্য খরচ নিয়ে ইংল্যান্ড গমনেচ্ছু শিক্ষার্থীরা যেখানে হিমশিম খাচ্ছি। সেখানে সিলেট থেকে সরসরি লন্ডন যেতে পারলে আমাদের জন্য খুবই ভালো হতো। এতো ভাড়া দিয়ে আমরা যেতে পারবো না। বিমানভাড়া বৃদ্ধির করণে ভিস পেয়েও অনেকে শিক্ষার্থী ইংল্যান্ডের কলেজ-ভাসিটির নির্ধারিত সময়মত পৌঁছাতে পারছেনা বলেও তারা জানান। তাই তারা এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী, বিমানমন্ত্রী এবং সরকারের দায়িত্বশীলদের কর্তা ব্যক্তিদের আশু হস্তক্ষেপ কামন করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ইংল্যান্ড গমনেচ্ছু এক শিক্ষার্থী জানায়, বাবা-মার সহায় সম্বল সবকিছ হারিয়ে ও Íমীয় স্বজনদেও কাছ থেকে ধারকর্জ করে টিউশন ফিঃ সহ সব প্রস্তুতি সম্পন্ন করেও নির্ধারিত সময়ে লন্ডন পৌঁছাতে পারছি না। ভিসা প্রসেসিং-এর সময় বিমানের যে ভাড়া ছিল, এখন তা দ্বিগুন তিনগুন হয়ে যাওয়ায় টাকা যেগাড় করতে পারছি না। যাদের কাছ থেকে একবার ধার এনেছি তাদেরকাছে আবার যেতে পারছি ন। তাই এতো ব্যয়বহুল স্টুডেন্ট ভিসা করিয়ে ইংল্যান্ড যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানায় সে। তার মত আরো অনেকেই উচ্চহারে ভাড়ার না থাকায় আটক পড়েছে বলে জানায় সে।
সিলেট-লন্ডন রুটের ৯০ শতাংশ যাত্রীই সিলেটের। সিলেট ১ আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি অনেক দেন দরবার করে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু করার ব্যবস্থা করেছেন। সিলেট অঞ্চলের মানুষের সুবিধার কথা মাথায় রেখে ফ্লাইট পরিচালনা করে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর এই সুযোগ কাজে লাগিয়ে অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় মাত্রারিক্ত বেশি ভাড়া নির্ধারণ করেছে বিমান কর্তৃপক্ষ।
আটাব সিলেটের প্রেসিডেন্ট মোতাহার হোসেন বাবুল সাংবাদিকদের বলেন, এই বিষয়টি নিয়ে আমরা বিমানের কাছে বার বার দাবী জানিয়েছি, কিন্তু কোন ফলাফল এখনও পাইনি। তিনি বলেন সিলেট-লন্ডন এবং লন্ডন-সিলেট রুটে বিমানের ভাড়া সহনীয় পর্যায়ে নিয়ে এলে বিমানই লাভবান হবে।
এদিকে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ প্রবাসে যাতায়াতে অতিরিক্ত বিমানভাড়া কমিয়ে সহনীয় পর্যায়ে আনার দাবি জানিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেন, বিমানভাড়া অতিরিক্ত হবার কারণে বাংলাদেশ বিমান যাত্রী হারাবে এবং আর্থিকভাবে লোকসানে পড়বে। আর এই সুযোগ গ্রহণ করে বিদেশি এয়ারলাইন্সগুলো বেশি লাভবান হবে। তাই যুক্তরাজ্য প্রবাসীরা বিমানের লন্ডন-সিলেট সরাসরি ফ্ল্ইাটের ভাড়া সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি জানিয়েছেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2021
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..