সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সিলেট প্রেসক্লাবের ২০২২-২০২৩ সেশনের নির্বাচন স্থগিত ঘোষনা করেছেন আদালত। বৃহস্পতিবার সিলেটের সিনিয়র সহকারী জজ আদালতে সিলেট প্রেসক্লাবের ১১ জন সদস্যের দায়ের করা মামলার শুনানি শেষে এ আদেশ দেন বিচারক। একই সঙ্গে ‘আবেদনকারী ১১ জনকে কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না’ এই মর্মে দশ দিনের মধ্যে কারণ দর্শাতে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে নোটিশ করেছেন আদালত।
মামলার আইনজীবী রফিক আহমদ এডভোকেট জানান, সিলেট প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনকে সামনে রেখে গত ২৫ নভেম্বর মধ্যরাতে একটি চুড়ান্ত ভোটার তালিকা ক্লাবের নোটিশ বোর্ডে টানান সাধারন সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু। এ তালিকায় প্রেসক্লাবের ২৩ জন সদস্যকে বাদ দেয়া হয়। কোনরকম কারণ দর্শানোর নোটিশ না দিয়ে এবং কার্যনির্বাহী কমিটিকে না জানিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক সম্পূর্ণ এখতিয়ার বহির্ভুতভাবে এ ভোটার তালিকা প্রকাশ করেছেন বলে জানান এ আইনজীবী । তিনি বলেন, আবেদনকারী ১১ জন সাংবাদিক সিলেট প্রেসক্লাবের নিয়মিত সদস্য। নির্বাচনকে প্রভাবিত করতে বিনা কারণে তাদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে।
এডভোকেট রফিক আরো জানান, ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে ৭ জনই ইতোমধ্যে এই প্রক্রিয়ার বিরুদ্ধে লিখিত অনাস্থা জানিয়েছেন। তারপরও কোন সুরাহার উদ্যোগ না নিয়ে একতরফা নির্বাচনের আয়োজন করছেন বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক। এ অবস্থায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ১১ জন সাংবাদিক আদালতে প্রতিকার চেয়ে আবেদন করেন। আদালত বৃহস্পতিবার শুনানি শেষে সিলেট প্রেসক্লাবের নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত ঘোষনা করেছেন। প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু ছাড়াও এ মামলায় বিবাদী করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটির প্রিসাইডিং অফিসার এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলামকে।
আবেদনারী সিলেট প্রেসক্লাবের ১১ জন সদস্য হলেন খায়রুল জাফর চৌধুরী, আব্দুল জব্বার, গোলাম মর্তুজা বাচ্চু, শাহনেওয়াজ তালুকদার, এনামুল হক, হাসান মোহাম্মদ শামীম, মো: জাহেদ আহমদ, আবু বক্কর সিদ্দিক, লবিদ হোসেন চৌধুরী, মুহিব আলী ও শাফি চৌধুরী।
আাদালতে বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এডভোকেট রফিক আহমদ। তাকে সহযোগিতা করেন- সিনিয়র আইনজীবী এডভোকেট কল্যাণ চৌধুরী, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট অশোক পুরকায়স্থ, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট রব নেওয়াজ রানা, এডভোকেট সুমেল আহমদ ও এডভোকেট তারেক আহমদ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd