সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে তিন উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নয়টিতে আওয়ামী লীগ, তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, দুটিতে স্বতন্ত্র প্রার্থী এবং দুটিতে জাতীয় পার্টি ও জাসদের প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শুকুর মাহমুদ মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেটে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ হয়েছে। ভোট নিয়ে বড় ধরনের কোনো অভিযোগ ওঠেনি।
তিনটি উপজেলায় ৭০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে।রোববার (২৮ নভেম্বর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান দক্ষিণ সুরমা উপজেলার পাঁচটি ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সিলাম ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শাহ ওলিদুর রহমান, লালাবাজারে আওয়ামী লীগ প্রার্থী তোয়াহিদুল হক তুহিন, জালালপুরে আওয়ামী লীগ প্রার্থী ওয়েছ আহমদ, দাউদপুরে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল হক আতিক ও মোগলাবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম শায়েস্তা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকরামুল হাসান রাতে গোয়াইনঘাট উপজেলার ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, ডৌবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম. নিজাম উদ্দিন, তোয়াকুলে আওয়ামী লীগ প্রার্থী মো. লোকমান, নন্দিরগাঁওয়ে আওয়ামী লীগ প্রার্থী এস কামরুল ইসলাম আমিরুল, ফতেহপুরে স্বতন্ত্র মিনহাজ, লেংগুড়ায় আওয়ামী লীগ প্রার্থী মো. মুজিবুর রহমান ও রুস্তুমপুরে স্বতন্ত্র প্রার্থী শাহাব উদ্দিন।
এছাড়া জৈন্তাপুর সদর ইউনিয়নে জাতীয় পার্টির ফখরুল ইসলাম, চারিকাটায় জাসদের সুলতান করিম, দরবস্তে স্বতন্ত্র প্রার্থী বাহারুল আলম বাহার, ফতেহপুরে আওয়ামী লীগ প্রার্থী রফিক আহমদ ও চিকনাগুল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী কামরুজ্জামান চৌধুরী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রোববার রাতে জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসনাত এ ফলাফল ঘোষণা করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd