আলোচিত আলফুসহ সিলেটে ৫ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করেছে আ.লীগ

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২১

আলোচিত আলফুসহ সিলেটে ৫ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করেছে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক :: চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নিদের্শনা উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হওয়ায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বহু আলোচিত চাঁদাবাজ ও বালু খেকো সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়াসহ ৫ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার (৩ নভেম্বর) সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভােকেট মােঃ নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিস্কার করা হয়।
বহিস্কার পত্রে তারা উল্লেখ করেন, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘােষিত সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২য় ধাপের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বাের্ড কর্তৃক মনােনীত দলীয় প্রার্থীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলায় ৩টি ইউনিয়নে ৪জন এবং বালাগঞ্জ উপজেলায় ১টি ইউনিয়নে ১জন দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করায় আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে নিজ নিজ পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি বহিস্কার করা হয়েছে।
বহিস্কৃত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মাে: ইলিয়াছুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ৩নং তেলিখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া, ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ উদ্দিন এবং বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মাে: আব্দুল মতিন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2021
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..