জায়গা নিয়ে বিরোধের জেরে ফটিক মিয়া খুন

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১

জায়গা নিয়ে বিরোধের জেরে ফটিক মিয়া খুন

নিজস্ব প্রতিবেদক: সত্যজিৎ বোধ চৌধুরী ও শেখর চন্দ্র চৌধুরীঃ মৌলভীবাজার শহরতলীর সাব-রেজিষ্ট্রারী অফিসের সম্মুখে বিগত ২৭/০৯/২০২১ইং তারিখে মাতাব মিয়া ও তাহার ভাতিজা ফটিক মিয়া সাব-রেজিষ্ট্রার অফিসে কাজ শেষ করে বের হওয়ার সময় পূর্ব হইতে উৎপেতে থাকা সন্ত্রাসীরা মাতাব মিয়া কে কোন কিছু বুঝে উঠার আগেই স্বজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেই মুহুর্তে ফটিক মিয়া তাহার চাচা কে বাঁচাতে এগিয়ে এসে সন্ত্রাসীদের বাধা দিলে এলাকার মুরব্বী সুখময় দাশ এর ছেলে মৌলভীবাজার ছাত্রলীগের নেতা সুদেব দাশ ও সুমন দাশ পূর্ব শক্রতার বশতঃ জায়গা জমি নিয়ে বিরোধের জেরে হামলা চালায়। তাদের সঙ্গীয় সন্ত্রাসী হাজী মানিক মিয়া, রফিক মিয়া, সুলেমান আহমদ, কামরান আহমদ, জাবেল আহমদ, রমা দাস, কাঞ্চন বড়–য়া সহ অজ্ঞাতনামা আরোও সন্ত্রাসীরা মাতাব মিয়া এর ভাতিজা ফটিক মিয়া এর মাথার ডান দিকে রড দিয়ে এলোপাতাড়ি ভাবে জখম করিতে থাকে। সেই সময় ফটিক মিয়ার পিতা চমক মিয়া উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান যে, মাতাব মিয়া অত্র এলাকার একজন ধনাঢ্য ও গণ্যমান্য ব্যক্তি হন। বর্ণিত মানিক মিয়া এর সহিত পূর্ব হইতে তাহার জমি সংক্রান্ত বিরোধ রহিয়াছে। সেই থেকে মাতাব মিয়া নিকটস্থ প্রতিবেশী সুখময় দাশ তাহার সহিত একত্রিত হয়ে তাহাকে প্রাণে মারার উদ্দেশ্যে ঐ দিন সাব-রেজিষ্ট্রারী অফিসে আসে। সুখময় দাশ এর ছেলে সুদেব দাশ মাতাব মিয়ার মেয়ে আয়েশা বেগম এর সাথে মৌলভীবাজার সরকারী কলেজ এ পড়াশোনা করত। সেই সুবাদে তাদের মধ্যে ঘনিষ্টতা গড়ে উঠে। পরবর্তীতে সুখময় দাশ তাহার নিজ মৌরসী ০.৩০ শতক ভূমি উপরোক্ত মাতাব মিয়া এর নিকট বিক্রয় করা কথা থাকিলেও অজ্ঞাত কারণে উক্ত ভূমি সুখময় দাশ বর্ণিত হাজী মানিক মিয়া এর কাছে সাফ বিক্রয় করিয়া দিতে সংশ্লিষ্ট সাব-রেজিষ্ট্রারী অফিসে গেলে উক্ত ঘটনাটি সংগঠিত হয়। স্থানীয় লোকজন ও পথচারী উক্ত ঘটনা দেখে এগিয়ে গেলে সন্ত্রাসীরা দৌড়ে ঘটনাস্থল হইতে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ও পথচারীরা পুলিশে খবর দিলে পুলিশ আসিয়া রক্তাক্ত অবস্থায় ফটিক মিয়ার পিতা চমক মিয়া সহ ঘটনার উপস্থিত ব্যক্তিগণ আলতাফ হোসেন, চমক আলী, আজর আলী, শরীফ আহমদ মিলিয়া দ্রুত ভিকটিম ফটিক মিয়া কে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর পরই অর্থাৎ ২৮/০৯/২০২১ ইং তারিখে সন্ধ্যা অনুমান ৭.০০ ঘটিকার সময় ভিকটিম মারা যায়। উক্ত ঘটনাটি নিয়ে হাজী মোঃ মাহতাব মিয়া বাদী হইয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2021
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..