সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোর রাতে গোয়াইনঘাট থানার এসআই অনুজ কুমার দাশ, এসআই লিটন রায়, এসআই মাসুম আলম, এসআই মতিউর রহমান, এসআই শাহ-আলম, এসআই অজয় চন্দ্র রায়, এএসআই মোঃ মশিউর রহমান ও এএসআই সত্যজিৎ তালুকদার গোয়াইনঘাট থানার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৮ আসামীকে গ্রেফতার করেন।
তারা হলো-গোয়াইনঘাট উপজেলার মৃত হাসমত আলীর ছেলে মোঃ তাহের মিয়া, দেলোয়ার মিয়ার ছেলে ফরহাদ হোসেন,মৃত আব্দুল আহাদের ছেলে মোঃ শিব্বির, মৃত হাসমত, ছেলে মোঃ জাহের মিয়া, জমির আলীর ছেলে আরব আলী।
এছাড়াও ওইদিন এস আই আব্দুল আহাদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোয়াইনঘাট থানার মামলা নং ০৬(৯)২১ এর এজাহার নামীয় ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় গোয়াইনঘাটে পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারে থানা পুলিশের সাড়াশি অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোর রাতে গোয়াইনঘাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ আাসামীকে গ্রেফতার করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd