সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে জগন্নাথপুর, বৈরাগীবাজার-সিংগেরকাছ সড়কসহ উপজেলার বিভিন্ন ভাঙা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে গণ অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ২টায় পৌরশহরের বাসিয়া ব্রিজের দক্ষিণমুখে তিনটি সংযোগ সড়কের যান চলাচল বন্ধ রেখে এ কর্মসূচী পালন করে বিশ্বনাথ সচেতন সমাজ কল্যাণ সংস্থা। এ কর্মসূচীতে স্ব-স্ব ব্যানার নিয়ে অংশ নেয় মানবতার ঘর সিংগের কাছ ও মানবসেবা ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন।
সংগঠনের আহবায়ক ফজল খান সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাতিনের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠক বিভাংশু গুণ বিভু, সিরাজুল ইসলাম, রওনক আহমদ এনাম, বিভাস দে, আমিনুল ইসলাম, মঈন উদ্দিন, ইকবাল আহমদ, হাবিব রহমান, নজরুল ইসলাম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, মানবতার ঘর সংগঠনের সদস্য শাহাব উদ্দিন নাজেল, আমিনুল ইসলাম, শাকিল আহমদ, আলিম উদ্দিন, হাবিব রহমান, মানবসেবা ফাউন্ডেশনের সদস্য কামরুল ইসলাম সাব্বির, লিমন আহমদ, সাজন আহমদ, বাদশা মিয়া, সিদ্দেক মিয়া, আইডিয়াল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি লুকমান মিয়া ও সাধারণ সম্পাদক ফরিদ মিয়া প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd