দক্ষিণ সুরমার লালাবাজারে ডেঙ্গু মশার আবাসন!

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২১

দক্ষিণ সুরমার লালাবাজারে ডেঙ্গু মশার আবাসন!

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ উপজেলার পার্শবর্তী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহা-সড়কের লালাবাজারে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রীতিমত ডেঙ্গু মশার কারখানায় পরিণত হয়ে আছে। তাও লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ঠিক সামনে। জলাবদ্ধতার কারনে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। তাছাড়া অসাস্থ্যকর পরিবেশে ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। এ যেন দেখার কেউ নেই।
সরেজমিন গিয়ে দেখা যায়, দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহা-সড়কের লালাবাজারে প্রায় এক তৃতীয়াংশ সড়কে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে। সড়কের পাশে পানি নিস্কাশনের জন্য ড্রেন থাকলেও পানি নিস্কাশন হচ্ছেনা। এ পানিতে ময়লা আবর্জনায় পচে স্তুপ হয়ে ডেঙ্গু মশা, মাচি ও পোকা মাকড়ের কারখানায় পরিণত হয়ে আছে। বিকেল বা সকাল সব সময়ই মশার ঘেন ঘেন শব্দও আছেই। তাছাড়া এ জলাবদ্ধতা এড়িয়ে যাওয়ার জন্য অনেক সময় যান জটের সৃষ্টি হয়। দূূর্ঘটনায় প্রাণও হারাচ্ছেন অনেকেই। একটি মহ-সড়কে এমন জলাবদ্ধ দেখে না দেখার ভান করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গত ১২ আগস্ট ওই জলাবদ্ধতা এড়িয়ে যাওয়ার সময় এই উপজেলার কাঁঠালদি গ্রামের শাহ ফেরদৌস আহমদ নামের এক ছাত্রলীগ নেতা মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্বক আহত হন। ব্যবসায়ি ও জন-সাধারণের দাবি, জরুরী ভিত্তিতে পানি নিস্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসন প্রয়োজন। কারন এসব মল থেকে ডেঙ্গু রোগ ছড়াচ্ছে। তাছাড়া পরিবেশ নষ্টত হচ্ছেই।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মো: আবু জাহির বলেন, এটা রোডস্ এন্ড হাইওয়ের ব্যাপার। আমি কি করব। তার পরও জনপ্রতিনিধি হিসেবে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের সাথে আলাপ করে দেখব।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..