এয়ারপোর্টের ভোলাকোনায় হামলায় নারীসহ ৫জন আহত : মামলার হুমকি

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২১

এয়ারপোর্টের ভোলাকোনায় হামলায় নারীসহ ৫জন আহত : মামলার হুমকি

নিজস্ব প্রতিবেদক :: সিলেট এয়ারপোর্ট এলাকায় প্রতিপক্ষের দফায় দফায় হামলায় নারীসহ একটি পরিবারের ৫ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ১১ জনকে আসামী করে মামলা হলেও এদের মধ্যে ১০ আসামী পলাতক রয়েছে। পলাতক আসামীরা গ্রেফতার এড়িয়ে আক্রান্ত পরিবারকে নানা হুমকি ধমকিসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানীর চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২২ আগস্ট এয়ারপোর্ট থানাধীন ভোলাকোনা ইসলামপুরের সুরুজ আলীর বাড়িতে হামলার এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, ভোলাকোনার সুরুজ আলীর সাথে প্রতিবেশি আনসার আলীদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে ২২ আগস্ট বেলা ২ টার দিকে প্রতিপক্ষ আনসার আলী দলবল নিয়ে সুরুজ আলীর বাড়িতে হামলা লুটপাট ও ভাংচুর চালায়। এসময় হামলাকারীরা সুরুজ আলী ও তার ভাবী ছালেখা বেগমকে গুরুতর আহত করে। আহতরা ওসমানী হাসপাতালে গেলে আনসার আলী দলবল নিয়ে সুরুজ আলীর বাড়িতে ফের সশস্ত্র হামলা চালিয়ে সুরুজ আলীর স্বজন গয়াস মিয়া, সোহেল মিয়া ও রিনা গেমকে গুরুতর আহত কর্। স্থানীয়রা তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় আহত সুরুজ অলী বাদী হয়ে আনসার আলী ও তার দলভুক্ত ১১ জনকে আসামী করে এয়ারপোর্ট থানায় একটি মামলা {নং-৩১(৮)২১} করলে পুলিশ একজনকে গ্রেফতার করে। আনসার আলী ছাড়াও মামলার অপর আসামীরা হচ্ছে-একই ভোলাকোনা ইসলামপুরের সুলেমান,বাবুল,সাবুল, জাবুল, জুবের,খোকন,লায়েক,রহিম,ফুলমালা ও আছিয়া বেগম।
মামলার আসামীরা গ্রেফতার এড়িয়ে আহত পরিবারকে মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানীর চেষ্টা করছে বলে বাদী পক্ষ অভিযোগ করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই আসলম আহমদ জানান-ঘটনার পর আভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় আসামী সুলেমান হোসেনকে গ্রেফতার করার পর অন্য আসামীরা আত্মগোপনে চলে গেছে। তাদের গ্রেফতারে পুলিশের তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..