সিলেটে নৌকার গণসংযোগে ছবি তোলা নিয়ে যুবলীগের দু’পক্ষের হাতাহাতি

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১

সিলেটে নৌকার গণসংযোগে ছবি তোলা নিয়ে যুবলীগের দু’পক্ষের হাতাহাতি

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে ভোট চাইতে গিয়ে হাতাহাতিতে জড়িয়েছেন সিলেট মহানগর যুবলীগের নেতাকর্মীরা। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের কুচাই গ্রামের প্রবেশমুখে এ হাতাহাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে কুচাই গ্রামে নৌকার পক্ষে গণসংযোগে যান মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।

গণসংযোগ শুরুর সময়ই ছবি তোলা নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক বলয়ের দুটি পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রুপ নেয়। পরে মুক্তি ও মুশফিক এগিয়ে এসে বিবাদমান দুই পক্ষকে শান্ত করেন এবং গণসংযোগ শুরু করেন। এসময় কুচাই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..