ছাত‌কে সা‌বেক এসিল্যান্ডসহ ৫ জ‌নের বিরু‌দ্ধে দুর্নীতির অ‌ভি‌যোগ

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১

ছাত‌কে সা‌বেক এসিল্যান্ডসহ ৫ জ‌নের বিরু‌দ্ধে দুর্নীতির অ‌ভি‌যোগ

ছাতক প্রতি‌নি‌ধি :: ছাত‌কে ভূমি অফিসে ঘুষ, দুর্নীতি-অনিয়ম ঘুষ কে‌লেংকা‌রিসহ নানা অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। সা‌বেক এ‌সিল‌্যান্ড তাপসশীল,অ‌ফিস সহকা‌রি সত‌্যত বাবু.না‌জিম লাল মিয়া,সা‌ভেয়ার রুহুল আ‌মিনসহ ৫ জ‌নের বিরু‌দ্ধে ঘুষ কে‌লেংকা‌রি অ‌ভি‌যোগ ক‌রেন ছাতক উপ‌জেলার ভাতগাও ইউ‌পির,ভাতগাও গ্রা‌মের মৃত একরাম আলীর কন‌্যা নুরুন‌নেছা বাদী হ‌য়ে গত বুধবার সি‌লে‌ট বিভাগীয় ক‌মিশনার বরাব‌রে লি‌খিত এক‌টি অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেছেন।
অ‌ভি‌যোগ থে‌কে জানা যায় গত ২০২০সা‌লে ২০অ‌ক্টোবর মা‌সে জেএল নং ৩৫০,মৌজা ভাতগাও ৮০ নংএস এ খ‌তিয়ান, ১৭৬৫ দা‌গ,নামজা‌রি ৪১৮ ভু‌মি প‌রিমান ৪৫ শতক জায়গা মা‌লিক মৃত আব্দুল জব্বার পুত্র মৃত সোনাফর আলীর তিন পুত্র ২ কন‌্যা স্থাবর অস্থাবর সম্প‌তির উত্তরা‌ধিক রা‌খিয়া মৃত‌্যু বরন ক‌রেন। তার তিন পুত্র হ‌চ্ছেন মিজানুর রহমান,মিছবা উ‌দ্দিন,জাকা‌রিয়া হো‌সেন ও শামীমা আক্তার তা‌ন্নি,রু‌হিনা বেগম ২ কন‌্যার কাছ একই গ্রা‌মে একরাম আলীর সমর আলী,সাইফুল ইসলাম,রাজু মিয়া,বাবুল মিয়া,শিশু মিয়া সহ ৫ পুত্র ও এক কন‌্যা নুরুন‌নেছা না‌মে (সা‌ড়ে তিন লক্ষ টাকা) সাব‌রে‌জিষ্টার (দ‌লিল ২৩৫৪) ২০২০ সাল ত্রুয় ক‌রেন । ২০সা‌লে ২৩ তা‌রিখ ডি‌সেম্বর মা‌সে ও এ‌সিল‌্যান্ড তাপসশীলের স্বাক্ষ‌রিত ৪৩২ নম্বার খ‌তিয়ান সময় আলীসহ ৬ ব‌্যক্তি না‌মে নামজা‌রি ক‌রেন ডি‌সিআর নং (৩৭৯৯/৪)। প‌রে এ নামজা‌রি নি‌য়ে উপর আপ‌ত্তি করায় ঘটনায় তার অ‌ফি‌সে কেরানী সত‌্যবাবুর মাধ‌্যমেই সা‌বেক এ‌সিল‌্যান্ড তাপসশীল স‌ঙ্গে দেখা হ‌লেও তি‌নি প্রায় লক্ষা‌ধিক টাকা ঘুষ তার কা‌ছে দা‌বি ক‌রেন। এক সপ্তা‌হের ম‌ধ্যে তার চা‌হিদা ম‌তো টাকা নি‌য়ে গে‌লে সে আমার প‌ক্ষে মোকদ্দমার রায় কর‌বেন ব‌লে ঘোষনা দেয়। পরে টাকা ছাড়াই তার অ‌ফি‌সে গে‌লে সে তার স‌ঙ্গে খারাপ আচ‌রন ক‌রেছেন ব‌লে অ‌ভি‌যোগে ক‌রেন। প‌রে এ জায়গা কাগজ পত্র স‌ঠিক নয় ব‌লে ৪৩২ নম্বার খ‌তিয়ান নামজা‌রি খা‌রিজ ক‌রে ০৯ শতক জায়গা কতন করেছেন ঘুষ‌খোর এ‌সিল‌্যান্ড তাপস শীল।

এছাড়া তার বিরু‌দ্ধে সুরমা নদী‌তে ড্রেজার মে‌শিন ও নৌকা থে‌কে প্রতিমা‌সে ২ শতা‌ধিক ভিটবালু উ‌ত্তোলনকা‌রি‌দের কাছ থে‌কে ৫লাখ টাকা হা‌তি‌য়ে নি‌য়ে‌ছেন।
এব‌্যাপারে সা‌বেক এ‌সিল‌্যান্ড তাপসশী‌লের ব‌্যক্তিগত মোবাই‌লে একা‌ধিকবার যোগা‌যোগ কর‌লে ও তি‌নি মোবাইল রি‌সিভ ক‌রে‌নি।##

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..