সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের জুড়ীতে চোরাই মোটর সাইকেলসহ আহমদ সায়েল (২১) নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত সায়েল উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের আব্দুল লতিফের দ্বিতীয় পুত্র।
ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে জুড়ীতে বিশেষ অভিযান চলছিল। তখন উপজেলার মানিকসিংহ এলাকায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে গাড়ি চেকিংকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে সায়েলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে পারেনি। তার দেয়া তথ্য মতে চোরাই চক্রের সাথে জড়িত উপজেলার ফুলতলার হৃদয় মিয়া ও উপজেলা চত্ত¡রের এনামুলকে আটকের চেষ্টা চলছে।
এ বিষয়ে ডিবির এস আই আজিজুর রহমান নাইম বাদী হয়ে জুড়ী থানায় একটি মামলা (নং ০৮, তারিখ- ২৪.৮.২১) করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd