জকিগঞ্জে ভাতিজাদের মারপিটে চাচা গুরুতর আহত : আটক ২

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১

জকিগঞ্জে ভাতিজাদের মারপিটে চাচা গুরুতর আহত : আটক ২

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে গরু’র ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে ভাতিজাদের মারপিটে চাচা গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার আহত জামাল উদ্দিন (৬০)-এর ভাতিজা ইমরান হোসাইন বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। জকিগঞ্জ থানার মামলা নং ২৫, তারিখ: ২৩.০৮.২০২১ খ্রিস্টাব্দ। মামলা দায়েরের পর তাৎক্ষণিক জকিগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত প্রধান দুই আসামীকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার দুপুরে দিকে উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে গরু’র ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে আমলশীদ গ্রামের ইসলাম উদ্দিন (ইছু মিয়া)’র ছেলে বাহার উদ্দিন (৩৩) ও দেলোয়ার উদ্দিন (৩০) এর সাথে চাচা জামাল উদ্দিন-এর কথা কাটাকাটি হয়। এ ঘটনার সূত্রধরে ভাতিজা বাহার ও দেলোয়ার দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে চাচা জামাল উদ্দিনকে মারপিট শুরু করলে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় পরিবারের লোকজন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেটে প্রেরণ করেন। বর্তমানে জামাল উদ্দিন আশংকাজনক অবস্থায় সিলেট সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ১১নং ওয়ার্ডের ২৯নং শয্যায় চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার খবর পেয়ে একদল পুলিশ নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল-এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তন্ময় কান্তি দাস বলেন, আমরা তাৎক্ষণিক আসামী দেলোয়ারকে আটক করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করি এবং ওপর আসামী বাহারকে চিকিৎসা শেষে আজ থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..