সিলেটে ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১

সিলেটে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর হাতে ছাত্রলীগ নেতা জুবায়ের খান (২৭) গ্রেফতার হয়েছেন। তিনি মারামারি ও চুরির মামলার পলাতক আসামি ছিলেন।

জুবায়েরকে রোববার (২২ আগস্ট) নগরীর কুমারপাড়া থেকে গ্রেফতার করে র‍্যাব-৯। তিনি নগরীর রায়নগর (মিতালী) এলাকার ১৩৫ নং বাসার আকরাম খানের ছেলে। জুবায়ের সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-৯ একটি দল অভিযান চালিয়ে নগরীর কুমারপাড়া থেকে জুবায়েরকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মারামারি, চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয়। তিনি সে মামলায় পলাতক ছিলেন।

গ্রেফতারের পর জুবায়েরকে শাহপরান থানায় হস্তান্তর করে র‍্যাব-৯। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..