সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : র্যাব-৯ এর অভিযানে বন্দরবাজারস্থ লালদিঘীরপাড় এলাকা থেকে পর্ণোগ্রাফী মামলায় ও ডিজিটাল নিরাপত্তা আইনে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) র্যাব-৯, ব্যাটালিয়ন সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। শনিবার (২১ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। অভিযানে নেতৃত্ব দেন মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার।
র্যাব জানায়, বন্দরবাজারস্থ লালদিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ১টি মোবাইল, ২টি সিম, স্কীনশর্টের ফটোকপিসহ একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম শাহান আহমদ (১৯)। তিনি মোগলাবাজার থানার নৈইখাই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি মদিনামার্কেট নিহারীপাড়া এলাকার বাসিন্দা।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে এসএমপি-সিলেটের কোতোয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে (পর্ণোগ্রাফী) মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd