সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: জাতীয়তাবাদী দল বিএনপি জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমেদর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক দুই বারের নির্বাচিত চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী এক শোক বার্তায় তিনি বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম ফারুক আহমদ জৈন্তাপুর উপজেলা বিএনপি-কে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন।
এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিকট অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই।
উল্লেখ্য মরহুম ফারুক আহমেদ নগরীর একটি হাসপাতালে অদ্য রাতে ইন্তেকাল তার নামাজে জানাজা আগামীকাল বাদ জুম’আ হরিপুর মাদ্রাসা মাটে অনুষ্ঠিত হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd