সিলেটে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

সিলেটে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরের মিরাবাজার থেকে ২ শ’ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইমন মিয়া (২০)-কে গ্রেফতার করা হয়। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শেরবরস গ্রামের হোসেন আহমদের ছেলে।

অপরদিকে, সোমবার রাত ১০ টার দিকে একই এলাকা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি। গ্রেফতারকৃতরা হচ্ছেন- চাঁদপুর জেলার সদর থানার গুচ্ছগ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে মহরম আলী (২৬) ও কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার মণ্ডলভোগ গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে আহাদ আহমদ নাহেদ (২৯)।

পুলিশ জানায়, সোমবার (১৬ আগস্ট) রাত ১০ টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন মীরাবাজারস্থ আবিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, রাত সাড়ে ৯ টার দিকে মিরাবাজারস্থ জনৈক আবিদ উদ্দিন এর বসতবাড়ী সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২ শ’ গ্রাম গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, সিলেটের জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট পাইকাীর দরে ক্রয় করে এনে সিলেট শহরের বিভিন্ন স্থানের মাদকসেবীদের নিকট খুচরা ও পাইকারি দরে বিক্রি করে থাকে গ্রেফতারকৃতরা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..