প্রেমিকের সাথে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার সিলেটের কিশোরী, গ্রেপ্তার ১

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

প্রেমিকের সাথে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার সিলেটের কিশোরী, গ্রেপ্তার ১

ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখায় প্রেমিকের সাথে বেড়াতে গিয়ে এক কিশোরী (১৪) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে সোমবার (১৬ আগস্ট) বিয়ানীবাজার থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউপির গড়েরবন্দ এলাকার কমর উদ্দিনের ছেলে প্রেমিক জামিল আহমদ (১৯), বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের অহিদাবাদ চা বাগানের দিলীপ বৈদ্যের ছেলে রাজু বৈদ্য (৩৪) ও উত্তর শাহবাজপুর ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে সিএনজি চালিত অটোরিকশা চালক সেলিম (৩৪)।

মামলার প্রেক্ষিতে পুলিশ সোমবার সন্ধ্যায় অভিযুক্ত রাজু বৈদ্যকে (৩৪) গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে রাজু বৈদ্যকে আদালতের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরীর বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। উপজেলার কুড়ারবাজার ইউপির গড়েরবন্দ গ্রামের বাসিন্দা জামিল আহমদের সাথে কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। গত রোববার (১৫ আগস্ট) জামিল আহমদ কিশোরী প্রেমিকাকে নিয়ে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের অহিদাবাদ চা বাগান এলাকায় বেড়াতে যায়। তাদের (প্রেমিক-প্রেমিকার) ঘোরাঘুরির বিষয়টি স্থানীয় সিএনজি চালিত অটোরিকশা চালক সেলিম দেখতে পায়। এলাকার পরিবেশ নিরিবিলি পেয়ে সিএনজি চালিত অটোরিকশা চালক সেলিম তাদের ধাওয়া করে। এতে কিশোরীকে ফেলে প্রেমিক জামিল পালিয়ে যায়। পরে সিএনজি চালিত অটোরিকশা চালক কিশোরীকে জোরপূর্বক ধরে রাজু বৈদ্যের (গ্রেপ্তার হওয়া) কাছে নিয়ে যায়। এরপর কিশোরীকে তারা বাগানের নির্জন জায়গায় নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে সটকে পড়েন। পরে ধর্ষিতা কিশোরী মুঠোফোনে ঘটনাটি তার এক স্বজনকে জানায়। স্বজনদের মাধ্যমে খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শাহবাজপুর তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘ধর্ষিতা কিশোরীর ভাই বিয়ানীবাজার থানায় ধর্ষণ মামলা করেন। এরপ্রেক্ষিতে আসামি গ্রেপ্তারে বড়লেখা থানা পুলিশ বিয়ানীবাজার থানার পুলিশকে সহযোগিতা করেছে।’

এ প্রসঙ্গে বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান মঙ্গলবার বিকেলে বলেন, ‘ধর্ষণের ঘটনায় প্রেমিকসহ তিনজনের নামে থানায় মামলা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ সম্ভাব্য সকল স্থানে অভিযান চালাচ্ছে।’

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..