এবার থেকে প্রতি সপ্তাহে পুরস্কৃত হবেন এসএমপি’র ট্রাফিক সদস্যরা

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

এবার থেকে প্রতি সপ্তাহে পুরস্কৃত হবেন এসএমপি’র ট্রাফিক সদস্যরা

ক্রাইম সিলেট ডেস্ক : এবার থেকে সাপ্তাহিক কর্মমূল্যায়নের ভিত্তিতে সর্বোচ্চ সেবাদানকারী কর্মকর্তাকে সাপ্তাহিক শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার প্রদান করবে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (১৭ আগস্ট) ট্রাফিক পুলিশের ৬ সদস্যকে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করে এসএমপি। এসএমপি’র উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদের কার্যালয়ে সকাল ১১ টায় এ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন- সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া, সার্জেন্ট সুবীর তালুকদার, সার্জেন্ট জয়ন্ত চন্দ্র দাস, সার্জেন্ট পাংকু তালুকদার, সার্জেন্ট নুরুল হুদা মোড়ল ও টিএসআই মো. ওয়াহেদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন এসএমপি’র উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার পিপিএম (ট্রাফিক) ও টিআই মো. কামাল হোসেন।

পুরস্কর বিতরণকালে ফয়সল মাহমুদ বলেন, এ কার্যক্রমের ফলে অফিসারগণের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি পাবে এবং অফিসারগণ তাদের কাজে আরো প্রাণবন্ত ও গতিশীল হবেন। সাপ্তাহিক কার্যক্রম পর্যালোচনার ভিত্তিতে এ সপ্তাহে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ৬ জন ট্রাফিক সদস্যকে পুরুস্কৃত করা হয়েছে।

আরো দক্ষতা, নিষ্ঠা আর সহযোগিতার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের জন্য সকল ট্রাফিক সদস্যদের প্রতি আহব্বান জানান ফয়সল মাহমুদ।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..