বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বিয়ানীবাজার সংবাদদাতা :: সিলেটের বিয়ানীবাজারে জিআর মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। রোববার (১৫ আগস্ট) গভীর রাতে তাকে সিলেট নগরের উপশহর এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সরোয়ার আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়নের কাকরদিয়া (কাকরদিয়া তেরাদল) গ্রামের জামিল আহম্মদ চৌধুরীর ছেলে।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে বিয়ানীবাজার থানা সূত্রে জানা যায়, রোববার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার উপ পরিদর্শক (এসআই) মো. নুর মিয়া নেতৃত্বে একদল পুলিশ সিলেট নগরের উপশহর সি-ব্লক এলাকা থেকে সরোয়ার আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সরোয়ার আহমদের নামে বিয়ানীবাজার থানায় একটি জিআর মামলা রয়েছে। এই মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের পর সোমবার কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সরোয়ার আহমদ চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, সিলেট জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনা মোতাবেক সাজাপ্রাপ্ত আসামিসহ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের অভিযান চলমান থাকবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..