সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:15 PM, August 16, 2021
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : পরীমণির মদ পানের লাইসেন্স রয়েছে। তার বাসায় মদের বোতল থাকতেই পারে। লকডাউনে সে কোথায় যাবে। সব তো বন্ধ। তাই হয়তো বাসায় মদ রেখেছিল। আর তাকে কারা মদ সাপ্লাই দিয়েছে তাদের ধরা উচিত। খালি মদের বোতলই তো ছিল ৫০টির ওপরে। আমি পরীমণির মুক্তি চাই। এভাবেই বলছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনায় আসা হিরো আলম।
রোববার (১৫ আগস্ট) এফডিসিতে এসেছিলেন হিরো আলম। সেখান থেকেই আরটিভি নিউজকে এসব কথা বলেন তিনি। মদের বোতলের প্রসঙ্গে হিরো আলমকে পাল্টা প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার বাসায় খালি বা ভর্তি কোনো মদের বোতল নেই। কারণ আমি মদ পান করি না।
এর আগে পরীমণির পক্ষ নিয়ে গান গেয়েছিলেন তিনি। তবে সদ্য প্রকাশিত গানে মডেল পিয়াসা, মৌ ও পরীমণিকে ধুয়ে দিয়েছেন আলম। এদিকে হঠাৎ করেই আবারও পরীর পক্ষে কথা বলা শুরু করেছেন তিনি। নিজের ইউটিউবেও আজ নায়িকার পক্ষ নিয়ে ভিডিও প্রকাশ করেছেন।
………………………..
Design and developed by best-bd