তাহিরপুরে গোসল করতে গিয়ে ধর্ষণের শিকার আদিবাসী নারী

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

তাহিরপুরে গোসল করতে গিয়ে ধর্ষণের শিকার আদিবাসী নারী

নিজস্ব সংবাদদাতা :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নে হাজং জাতিগোষ্ঠীর এক নারী (২১) ধর্ষণের শিকার হয়েছেন। আজ শনিবার সকালে নিজ বাড়ির পাশে পাহাড়ি ছড়ায় গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত রাশিদ মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ। রাশিদ একই গ্রামের আবুল কালামের ছেলে। তার দুজন স্ত্রী ও চারজন সন্তান রয়েছে।

জানা গেছে, ঘটনার দিন ওই নারী পাহাড়ি ছড়ায় গোসল করতে যান। কিছুক্ষণ পরে রাশিদ মিয়াও সেখানে গোসল করতে যান। ওই নারীকে একা পেয়ে প্রথমে বাজে প্রস্তাব দেন তিনি। তাতে রাজি না হওয়ায় পরে ধর্ষণ করেন। এ সময় ভারি বৃষ্টিপাত থাকায় ওই নারীর চিৎকার কেউ শুনতে পায়নি। পরে বাড়ি ফিরে ধর্ষণের ঘটনাটি পরিবারকে জানান ভুক্তভোগী ওই নারী।

এরপর পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানার পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত রাশিদ মিয়াকে আটক করে।

বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম বলেন, ‘আদিবাসী এক তরুণীকে ধর্ষণের ঘটনাটি সকালে ইউপি সদস্য শুষমা জাম্বিল আমাকে জানিয়েছেন। আমি ভিকটিম পরিবারকে বিষয়টি পুলিশকে জানানোর জন্য পরামর্শ দিয়েছি।’

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবদুল লতিফ তরফদার বলেন, ‘আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত রাশিদ মিয়াকে রাজাই গ্রাম থেকে আটক করা হয়েছে। ওই নারীর পরিবার থানায় অভিযোগ দিবেন বলে জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পর রাশিদ মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..