জকিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

জকিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক
জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জ উপজেলার সুপ্রাকান্দি গ্রামে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৬৫ পিস ইয়াবাসহ মো. কামরুল ইসলাম (৪৩) কে আটক করে র‌্যাব। আটককৃত মো. কামরুল ইসলাম উপজেলার বিরশ্রী ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের মৃত আমান উদ্দিনের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (১২ আগষ্ট) রাত পনে ১২ টায় দিকে সিলেট র‍্যাব-৯ এর সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলমের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৬৬৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মো. কামরুল ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী মো. কামরুল ইসলাম জব্দকৃত আলামত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেন।
র‌্যাব আরও জানায়, আটককৃত মো. কামরুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করে আসছিল। এ ঘটনায় সিলেট জেলার জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..