সিলেটে আদালতপাড়া থেকে দিন-দুপুরে পুলিশের মোটরসাইকেল চুরি!

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১

সিলেটে আদালতপাড়া থেকে দিন-দুপুরে পুলিশের মোটরসাইকেল চুরি!

নিজস্ব প্রতিবেদক :: সিলেট আদালতপাড়া থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ আগস্ট) দিনের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

চুরি হওয়া লাল রঙ্গের ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলটির মালিক সিলেট কোতোয়ালি থানার এ.এস.আই ফিরোজ আলী। এ ঘটনায় তিনি সিলেট কোতোয়ালি থানায় একটি জিডি করেছেন।

এ.এস.আই ফিরোজ আলী বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে অফিসিয়াল কাজে সিলেট জিআর অফিসে যাই এবং অফিসের নিচে আমার মোটরসাইকেলটি তালাবদ্ধ করে রাখি। পরে বিকাল ৫টার দিকে বের হয়ে দেখি আমার মোটরসাইকেলকটি নেই।

তিনি বলেন, মোটরসাইকেল নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ পেয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে চোরকে ধরতে ও মোটরসাইকেল উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..