সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট মেট্রোপলিটন পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এসএমপি সিলেটের উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এসএমপি পুলিশ লাইন্স এ ‘মুজিববর্ষে অঙ্গিকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে এসএমপি পুলিশ লাইন্স কম্পাউন্ডে বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষ রোপণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এসএমপি’র সভাপতি পুলিশ কমিশনারের সহধর্মিণী মিসেস ফারজানা শামীম। অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফয়সাল মাহমুদ ও মিসেস ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমেদ ও মিসেস তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম ও মিসেস সোহেল রেজা, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার ও মিসেস সঞ্জয় সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও তাদের সহধর্মিণীগণ, সহকারী পুলিশ কমিশনারগন ও অন্যান্য অফিসারবৃন্দ। পরবর্তীতে পুলিশ কমিশনার এসএমপি’র পুলিশ লাইন্স’র নবনির্মিত ব্যারাক ভবনের বিনোদন কক্ষের উদ্বোধন করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd