সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১
বিশ্বনাথ প্রতিনিধি :: র্যাব-৯ এর অভিযানে সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন এলাকা থেকে ১৮ বোতল অফিসার চয়েজ মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) রাত ১১টায় র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল সুনামগঞ্জের সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন কারিকোনা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। রোববার (৮ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯। অভিযানে নেতৃত্ব দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন কারিকোনা (কানাইপুর) সাকিনস্থ মেসার্স নূরুল ইসলাম ফিলিং ষ্টেশন এর সামনে অভিযান পরিচালনা করে ধৃত ব্যক্তি কাছ থেকে ১৮ বোতল অফিসার চয়েজ মদ জব্দ করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মো. তাকমান (২৮), পিতা- মৃত তোতা মিয়া, সাং- টিএনটি রোড, নতুন বাজার, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২৪(ক)ধারা মূলে সিলেট জেলার বিশ্বনাথ থানায় মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামতসমূহ হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd