সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২১
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামের মমশ্বর আলী (৯০) কে তার একমাত্র ছেলে সুহেল মিয়া (৩২) জন্মদাতা পিতাকে মারপিট করে গুরুতর জখম করেছে। ছেলের মারপিটে আহত মমশ্বর আলী ঘটনাস্থলে পায়খানা করেছে। এতেও ক্ষান্ত হয়নি ছেলে সুহেল মিয়া। ঘরের বারিন্দায় তার বাবাকে লোহার শিকল দিয়ে বেধে রাখে সে।
বৃহস্পতিবার রাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মমশ্বর আলীকে উদ্ধার করে হাসপাতালে পাটিয়েদেন। স্থানীয়দের সহায়তায় ঘটনাকারী ছেলে সুহেল মিয়াকে দ্রুত আটক করেন।
চেয়ারম্যান বিল্লাল আহমদ বিষয়টি নিয়ে গ্রামের মুরব্বি ও উপস্থিত সকলের সাথে আলোচনা করে ছেলের হাতে বাবা আহত হওয়ার ঘটনায় ছেলে সুহেল মিয়াকে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd