গোয়াইনঘাটে শেখ কামালের জন্মদিন পালন

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১

গোয়াইনঘাটে শেখ কামালের জন্মদিন পালন

গোয়াইনঘাট প্রতিনিধি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ট পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক কর্মকর্তা, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক সুবাস দাস, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমেদ, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সয়ফুল আলম আবুল, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কামাল হোসেন, ফয়সাল আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফুল হাসান মারফ প্রমুখ।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ট পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের অস্থায়ী পতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে বিভিন্ন সংগঠন।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, গোয়াইনঘাট উপজেলা পরিষদ, গোয়াইনঘাট থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।

এছাড়া জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ শতাধিক ট্রাক শ্রমিক, বাস শ্রমিক ও লেগুনা শ্রমিকদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। ত্রান সহায়তার প্যাকেটগুলো উপজেলা প্রশাসনিক ভবনের সামনে, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের মাঠ ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের মাঠে ট্রাক শ্রমিক, বাস শ্রমিক ও লেগুনা শ্রমিকদের মধ্যে বিতরণ করা হবে সভায় ইউএনও তাহমিলুর রহমান জানান।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..