সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : দক্ষিণ সুরমার নিদনপুর (লতিপুর) গ্রামের মৃত বশির উদ্দিনের পুত্র রাসেল মিয়া হত্যা মামলার চার্জশীট আদালতে দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা এসআই হারুন মিয়া। মামলা দায়েরের প্রায় ১ বছর ৮ মাস পর আজ সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এজাহারনামীয় ৭ জনকে অভিযুক্ত করে এ চার্জশীট দাখিল করেন তিনি। চার্জশীটভূক্ত আসামীরা সবাই দক্ষিণ সুরমা থানার বাসিন্দা। তারা হলেন- নিদনপুর (লতিপুর) গ্রামের আমিন হোসেন পুত্র পিন্টু হোসেন, একই গ্রামের ইছরাব আলীর পুত্র সিরাজ মিয়া, বলদী গ্রামের আলা উদ্দিনের পুত্র পাখি সোহেল, বদিকোনা গ্রামের চান্দ মিয়ার পুত্র মোঃ রুবেল আহমদ, মোল্লারগাঁওয়ের মোঃ উছমান গণির পুত্র মোঃ জুয়েল আহমদ, নিদনপুর (লতিপুর) গ্রামের আক্কাছ মিয়ার পুত্র রিপন মিয়া, লক্ষিবাসা গ্রামের হাজী সফিক উদ্দিনের পুত্র মোঃ জাহেদ আহমদ। মামলার ১ নং আসামী বর্তমানে জেলহাজতে রয়েছেন। ৩ জন জামিনে মুক্ত রয়েছেন। বাকী আসামীগণ সিরাজ মিয়া, পাখি সোহেল ও মোঃ রুবেল আহমদ শুরু থেকে পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, রাসেল মিয়া নগরীর শুকরিয়া মার্কেটের স্বনামধন্য ১ জন কাপড়ের ব্যবাসীয় ও সমাজসেবক ছিলেন। ২০১৯ সালের ১২ জুন রাতে আসামীগণ মোবাইল ফোনে রাসেল আহমদকে ডেকে নিয়ে দক্ষিণ সুরমার মকন দোকান নামক স্থানে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। পরের দিন সকালে ১৩ জুন সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। ঐ দিন রাসেল মিয়ার ভাই বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৫২, ধারা: ৩০২/৩৪। দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন এসআই হারুন মিয়া। চার্জশীটে তিনি উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জের ধরে আসামীগণ রাসেল মিয়াকে হত্যা করেছে। আসামীগণ রাতে রাসেল মিয়াকে ফোন করে মখন দোকানে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তারা রাসেল মিয়াকে হত্যা করে। ধৃত আসামীদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে এবং আদালতে ১৬১ ধারায় জবানবন্দী প্রদান করেছে। আদালত মামলার চার্জশীট গ্রহণ করেছে এবং পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd