সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২১
ক্রাইম ডেস্ক :: রাজধানীর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রিমান্ডে যাওয়া হেলেনা জাহাঙ্গীর ডজনখানেকের বেশি অভিজাত ক্লাবের সদস্য বলে জানিয়েছে র্যাব। তিনি চিত্রনায়িকা পরীমনির ঘটনায় আলোচিত সাভারের বোট ক্লাবেরও সদস্য।
এ ছাড়া হেলেনা জাহাঙ্গীর গুলশান ক্লাব, গুলশান নর্থ ক্লাব, বারিধারা ক্লাব, কুমিল্লা ক্লাব, গলফ ক্লাব, গুলশান অল কমিউনিটি ক্লাব, বিজিএমইএ অ্যাপারেল ক্লাব, বোট ক্লাব, গুলশান লেডিস ক্লাব, উত্তরা লেডিস ক্লাব, গুলশান ক্যাপিটাল ক্লাব, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, গুলশান জগার্স সোসাইটি ও গুলশান হেলথ ক্লাবের সঙ্গে যুক্ত।
গত কয়েক বছর ধরে আলোচিত-সমালোচিত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর। সম্প্রতি ‘আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠনের পোস্টারকে ঘিরে বিতর্কিত হন। এর জেরে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ হারান তিনি।
গেলো বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। পরে মিরপুরে হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন জয়যাত্রা আইপিটিভির কার্যালয় এবং জয়যাত্রা ফাউন্ডেশন ভবনেও অভিযান চালানো হয়।
অভিযানের পর হেলেনাকে আটকের বিষয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ জানান, হেলেনার বাসায় ‘মদ, হরিণের চামড়া, ক্যাসিনো বোর্ড, ওয়াকিটকিসহ বেশ কিছু অবৈধ সরঞ্জাম পাওয়া গেছে। এ ছাড়া জয়যাত্রা আইপি টিভি ও জয়যাত্রা ফাউন্ডেশন ভবনে অভিযানের পর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ বলেন, ‘জয়যাত্রা টিভির কোনো বৈধ কাগজপত্র ছিল না।’
হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর রাজধানীর গুলশান থানায় হস্তান্তর করা হয়। এই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে আজ শুক্রবার সন্ধ্যায় আদালতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd