সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন কিনব্রিজের নিচ থেকে গাঁজাসহ ১০ জনকে মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার (২৮ জুলাই) সকাল সাড় ১১টার দিকে র্যাব-৯, সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল কিনব্রিজের নিচে সার্কিট হাউজের সামনে পাঁকা সড়কের উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব। অভিযানে নেতৃত্ব দেন মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার।
গ্রেপ্তারকৃতরা হলেন – মো. শফিক (২৭), মো. জুয়েল আহম্মেদ (৩০), মো. নান্নু খাঁ (৩৫), মো. ফয়েজ আহম্মেদ (৩৫), মো. ইসরাইল (৩০), মো. রিয়াদ মাহমুদ আকাশ (২৮), মো. রাসেল (৩৫), মো. জনি (২৫), মো. রাকিব (১৮), মো. সুমন (৩২)।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে এসএমপির কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইন; ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(ক)/৪১ ধারা মূলে মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd