সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে কুখ্যাত মাদকের কারবারি, হত্যাসহ একাধিক মাদক মামলার আসামি তবারক আলী ওরফে ‘পলিথিন তবারক’কে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় তার নিজ বাড়ি উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে।
সূত্র জানায়, ইয়াবার বড় চালানসহ ধরা পড়ার পর বেশ ক’দিন জেলে ছিল মাদকের কারবারি তবারক। ছাড়া পেয়েই ফের মাদক বাণিজ্যের পুরো নিয়ন্ত্রন নেয় সে। এদিকে, ২০১৭ সালে তার বসত বাড়ির কাছে অজ্ঞাত যুবতীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার হয়।
এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় সম্প্রতি তাকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় জনৈক আসামি। আজ রবিবার গোপন সংবাদে পুলিশ জানতে পারে তবারক বাড়িতেই অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে থানার ওসি গাজী আতাউর রহমান, ওসি (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
প্রসঙ্গত, হাট ঘুরে একসময়ের পলিথিন বিক্রেতা ও ছিচকে চুর তবারক আলী হঠাৎই ‘আঙ্গুল ফুলে গলাগাছ’ বনে যান। অভিযোগ উঠে, চুরি-ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িয়েই তিনি অবৈধ সম্পদের পাহাড় গড়েন। এক সময় যার নিজেরই জুটতনা খাবার, এলাকায় সেই তবারকের আর্বিভাব হয় ‘নব্য দানবীর’র হিসেবে।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন, কুখ্যাত মাদক ব্যবসায়ী তবারক একটি হত্যাকান্ডেও জড়িত। আমরা হত্যা মামলায় তাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd