সিলেট ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুদিন পর ইমরান আহমেদ (১৮) নামের এক নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকার ডাউকি নদী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। গত বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হন ইমরান।
জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ জানান, শনিবার বিকেলের দিকে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকায় তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ইমরান আহমেদ টাঙ্গাইলের ঘাটাইল থানার ফুলমালির চালা এলাকার ফরিদ মিয়ার ছেলে এবং স্থানীয় ফজরগঞ্জ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, নিখোঁজ পর্যটক ইমরান আহমদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঈদের পরদিন বৃহস্পতিবার সকালে ইমরান ও তার ১৪ বন্ধুবান্ধব মিলে টাঙ্গাইল থেকে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের পরে ইমরানসহ তিন বন্ধু জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। এ সময় সাঁতার না জানায় বন্ধুদের অগোচরে স্রোতের টানে পানিতে ডুবে নিখোঁজ হন ইমরান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd