সিলেট ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুর থানার কনস্টেবল জনি মিয়া নামের এক পুলিশ সদস্য করোনা আক্রান্ত অবস্থায় সিলেট নগরীর একটি হাসপাতালে মারা গেছেন। তাঁর মৃত্যুর সত্যা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান।
জানা গেছে, গত ১৩ জুলাই (মঙ্গলবার) মোটরসাইকেলযোগে জেলা পরিষদের নির্বাচন ডিউটিতে যাওয়ার সময় স্থানীয় হেলিপ্যাড এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ কনস্টেবল জনি মিয়া গুরুতর আহত হন।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার করোনা টেস্ট করালে তিনি পজিটিভ শনাক্ত হন। করোনা আক্রান্ত ও আহত অবস্থায় তিনি শুক্রবার (১৬ জুলাই) সকাল ১১টায় সিলেটের ওই হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
জনি মিয়ার বাড়ি জামালপুর জেলার সদর থানার বেলবিলা গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd