সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় একটি পরিবারকে একঘরে করার অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মাছিম পুর গ্রামের রোষানলে পড়ে মৃত রজন আলীর পুত্র ইমান আলী(৫০)কে। এখন মানবেতর জীবনযাপন করছেন। জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে অভিযুক্ত আমরু মিয়া,সিজারুল ইসলাম (সরাই),গুল আহমদ,আলী আহমদের বিচার দাবি করেও প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগী পরিবার। গত ৯ জুন থেকে আমার পরিবারটিকে অন্যায়ভাবে প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা, যাতায়াত এবং বাড়ি থেকে বের হতে বাধা দিয়ে একঘরে করে রাখা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ২২ মার্চ দোয়ারাবাজার থানার মামলা নং১২ বাদী মজর আলী আমরু মিয়ার ভগ্নিপতি হওয়ায় মামলা টি আপোষ না করে আমার ১৩,২৫,০০০(তের লক্ষ পচিঁশ হাজার) টাকা আত্নাসাৎ করে। কিন্তু মামলার আপোষ না করায় মামলার বাদী পক্ষের সাথে বিরুদ্ধ দেখা দেয়।এই বিরুদ্ধের জের ধরে আমরু মিয়া যড়যন্ত্রে লিপ্ত হয়। তারই পরিকল্পনা আমার জায়গা সমজিদের জায়গা দাবী করে আমার সাথে গ্রামবাসীর বিরুদ্ধ সৃষ্টি করেছে। এ ব্যাপারে দোয়ারা ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল বারী বলেন বিষয়টি আমি শুনেছি।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd