সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে বিপন্ন প্রাণী তক্ষক পাচারকারী করার সন্দেহে ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। তবে আটককৃতদের তল্লাশি চালিয়েও তক্ষক পাওয়া যায়নি।
সোমবার সকালে উপজেলার সীমান্তবর্তী ট্যাকেরঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো সীমান্ত এলাকার লাকমা গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে মো. জামাল মিয়া ও মো. বাবুল মিয়া, ট্যাকেরঘাট এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম ও বিশ্বম্ভপুর উপজেলার ছিনাকান্দি গ্রামের দুলাল মিয়ার ছেলে জয়নাল মিয়া।
তক্ষক পাচারে জড়িত সন্দেহে ৪ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল তরফদার জানান, প্রতারণার মামলায় আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে। তবে আটককৃতদের কাছে তল্লাশি করেও তক্ষক পাওয়া যায় নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd