সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১
ছাতক প্রতিনিধি ::সুনামগঞ্জের ছাতকে বালু খেকো কর্তৃক নৌ-পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই গতকাল বুধবার রাতে দোয়ারাবাজার উপজেলার মন্তাজ নগর এলাকা থেকে এজাহার ভূক্ত দু’জন আসামীকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি ওসি ইকবাল বাহারের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সেকেন্ড অফিসার এসআই শামীম আকুঞ্জি সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। কিন্তু রাঘববোয়ালরা এখনো ধরাছোঁয়ার বাহিরে। মামলাল প্রধান আসামি কাউন্সিলর তাপস ও চিহিৃত বালুখোকে আলা উদ্দিন পলাতক রয়েছেন।
গত ৪ জুলাই ছাতকের চেলা নদীতে নৌ-পুলিশের উপর হামলার ঘটনায় পৌর কাউন্সিলার তাপস চৌধিরী সহ ২৬ জনকে এজাহারভূক্ত আসামী করে ছাতক থানায় মামলা নং (৩)(৫(৭)২১)দায়ের করেন। নৌ-পুলিশের এসআই হাবিবুর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।
উক্ত মামলার প্রেক্ষিতে ০৭ জুলাই রাত ১১.৩০ টায় দোয়ারা বাজার উপজেলার মন্তাজ নগরে অভিযান চালিয়ে এজাহার ভূক্ত মামলার আসামী দোয়ারাবাজার মন্তাজ নগর গ্রামের আহম্মদ আলীর পুত্র আনসার আলী (৪০)ও কখো মিয়ার পুত্র মনির মিয়া এ মামলার (২২)ও (২৩) নাম্বার এজাহারভূক্ত আসামী কে বলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ নিশ্চিত করেন। পরে তাদেরকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা-ডিবি পুলিশের এস, আই শামিম আকুঞ্জি ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd