সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর চৌকিদেখী এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় ৬ জনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে চৌকিদেখী এলাকার সোহেল মিয়ার কলোনী থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়- রাত্রিকালীন দায়িত্ব পালনকালে এসআই (নি.) মো. নাজমুল আলমসহ এয়ারপোর্ট থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোহেল মিয়ার কলোনীতে উপস্থিত হলে পালিয়ে যাওয়ার সময় ওই কলোনির (স্থায়ী ঠিকানা- বানিয়াচং উপজেলার ইকরাম গ্রাম) মৃত মজিদ মিয়ার ছেলে মো. সাইদুর মিয়া (৩৫), মৃত আলী আজমের ছেলে মো. উজ্জল মিয়া (২৮), রজব আলীর ছেলে দিলোয়ার হোসেন (৩২), বজলু মিয়ার ছেলে মো. স্বপন মিয়া (৩৫), মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আহাদ (৩০) ও মো. তাইদ মিয়ার ছেলে মো. রায়হান (২৪)কে আটক করে।
পরে এসআই (নি.) মো. নাজমুল আলমের মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার তাদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd