দুবাই পাঠানো প্রতারকের খপ্পরে ছেলেসহ সব হারিয়েছেন এক মা

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১

দুবাই পাঠানো প্রতারকের খপ্পরে ছেলেসহ সব হারিয়েছেন এক মা

খায়রুল আলম রফিক : ফরিদপুরের ভাঙ্গায় মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে ভালো চাকরি দিয়ে লোক পাঠানোর নামে প্রতারণার অভিযোগ উঠেছে রফিকুজ্জামান রফিক নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, রফিকুজ্জামান রফিক ও তার চক্রের সদস্যদের নামে তাদের প্রতিষ্ঠান বিদেশে লোক পাঠানোর কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্র নেই। অভিযোগ, দীর্ঘ ১৯ বছর আগে ভাঙ্গার আবুল কাশেমকে (২৫) রফিকুজ্জামান রফিকের নেতৃত্বে চক্র দুবাই পাঠানোর কথা বলে ঢাকাস্থ আন্তর্জাতিক বিমান বন্দরে নিয়ে যায় । এরপর থেকে আবুল কাশেম নিখোঁজ বলে জানান তার মা জহুরা খাতুন।
ভাঙ্গা উপজেলার মৃত করিম বেপারীর স্ত্রী জহুরা খাতুন (৭৪) কান্নায় ভেঙে পড়ে সাংবাদিকদেী অভিযোগ করেন, ভূক্তভাগী আবুল কাশেম আমার পুত্র। ২০০২ সালে দুবাই নেয়ার কথা বলে রফিকের নেতৃত্বে একটি দালাল চক্র আড়াই লক্ষ টাকা নেয়। ১৫ দিনের মধ্যে দুবাই নিয়ে যাবে বলে জানায়। কথামত আবুল কাশেমকে সাথে করে নিয়ে ঢাকাস্থ আন্তর্জাতিক বিনামবন্দরে। এরপর থেকে আমার পুত্র আবুল কাশেম নিখোঁজ। সে এখন দুবাই আছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে তা জানতে পারেনি। জহুরা খাতুন অভিযোগ করে বলেন, আমার আদরেরর সন্তান আবুল কাশেমকে ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের হাশেম মুনশীর পুত্র রফিুজ্জামান রফিক বিদেশ পাঠানোর কথা বলে নিয়ে যায়। সে এখন জীবিত না মৃত দীর্ঘ ১৯ বছরেও তা আমরা জানতে পারি নাই। পুত্র শোকে পাথর হয়ে ইতিমধ্যে আমার স্বামী মারা গেছেন। সংসার চলার মত সামান্য জমিজমা ছিল। সেই জমিও বিক্রি করে করে দিয়েছি। জমি বিক্রি করে ছেলেকে খুঁজতে খরচ হয়ে গেছে। ভাঙ্গা থানায় গিয়ে কয়েকবার বিষয়টি নিয়ে অভিযোগ করেছি। তারা ব্যবস্থা নেয়নি। প্রতারক রফিকের সাথে রয়েছে পুলিশ সখ্যাতা। কয়েকদিন আগে আবুল কাশেমকে উদ্ধার করতে এবং রফিককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনও করেছে এলাকাবাসী। রফিককে গ্রেপ্তার করলেই আবুল কাশেমকে উদ্ধার এবং তার বিষয়ে জানা সম্ভব বলে জানান আন্দোলনকারী এলাকাবাসী।
এবিষয়ে রফিকুজ্জামান রফিক কে সাংবাদিকদের পক্ষ থেকে বার বার ফোন দিলেও তিনি রিসিফ করেননি।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2021
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..