২ মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে তামাবিল স্থল বন্দর দিয়ে আমদানি শুরু

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১

২ মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে তামাবিল স্থল বন্দর দিয়ে আমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাস সংক্রমনরোধে সরকারি সিদ্ধান্তে দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর সিলেটের তামাবিল স্থল বন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে ফের পাথর আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময়ে ভারত থেকে পাথরবাহী ৫টি ট্রাক তামাবিল স্থল বন্দর দিয়ে প্রবেশ করে।

এ সময় কাস্টমস কর্তৃপক্ষ, বিজিবি, ইমিগ্রেশন পুলিশ সার্বিক তদারকি, মেডিকেল টিমের সদস্যরা আমদানিকৃত পণ্যবাহী যানবাহনে করোনাভাইরাস বিনষ্টি স্প্রে, ও চালকদের সুরক্ষা সামগ্রী পরীক্ষা করেন। এছাড়া চালকদের করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন প্রয়োগের সার্টিফিকেট প্রদর্শনসহ যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে পাথরবাহী যানবাহন প্রবেশে অনুমতি দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন তামাবিল স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম খান, তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী,সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সেদু, সহ সভাপতি জালাল উদ্দিনসহ ব্যবসায়ীরা।

তামাবিল স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম খান বলেন, শতভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ করে দীর্ঘ ২ মাস পর তামাবিল স্থল বন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কাস্টমস, বিজিবি, পুলিশসহ সংশ্লিষ্টদের শতভাগ তদারকির মাধ্যমে পণ্যবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেয়া হয়।

তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সেদু জানান, ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠায় এ থেকে সমূহ ক্ষয়ক্ষতি থেকে দেশের জনগণকে সুরক্ষায় দীর্ঘ ২ মাস তামাবিল স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল। এ কারণে এ বন্দর দিয়ে সম্পূর্ণরূপে স্থলবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় এ খাতে আমরা বিনিয়োগকারী ব্যবসায়ীরা চরম ব্যবসায়ীক ক্ষতির সম্মুখীন ছিলাম। অবশেষে উভয় দেশের সরকারের আলোচনা সাপেক্ষ তা আবারও স্বাভাবিক করণের সিদ্ধান্তে তা আবার চালু হওয়াতে আমরা ব্যবসায়ীরা কিছুটা আশার আলো দেখছি। আমদানি রপ্তানি স্বাভাবিক হয়ে উঠলে সরকারের রাজস্ব আদায়ও লোকসানের খাত থেকে দ্রুত বেরিয়ে আসবে বলে আমরা মনে করি।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2021
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..